রবি সিমের ইন্টারনেট প্যাক টেম্পরারি স্টপ করা এবং পুনরায় আবার সক্রিয় করা এমন সিষ্টেম আছে?

 



প্রিয় রবি গ্রাহকবাসী,


আপনার অনুসন্ধানটির জন্য ধন্যবাদ। আপনার সুবিধার্থে জানাচ্ছি যে, আপনি মাই রবি অ্যাপ থেকে বা ইউএসএসডি কোড ডায়াল করে ইন্টারনেট প্যাক সাময়িকভাবে বন্ধ রাখতে ও পুনরায় চালু করতে পারবেন। 


আপনার যদি একের অধিক ডাটা প্যাক ক্রয় করা থাকে এক্ষেত্রে আপনি *৩# ডায়াল করে যে প্যাকটি সাময়িকভাবে বন্ধ রাখতে চাচ্ছেন সেই প্যাকের অপশনটিতে প্রবেশ করুন। 

পরবর্তী ধাপে ১ দিয়ে রিপ্লাই করুন বা "Temporary Stop Plan" এর অপশন সিলেক্ট করুন।


 এছাড়া মাই রবি অ্যাপ এ অ্যাকাউন্ট ডিটেইলস এর ইন্টারনেট ব্যালেন্স অপশন থেকে ডাটা প্যাক সাসপেন্ড/সাময়িকভাবে বন্ধ রাখতে পারবেন।

 একই ভাবে আপনি পুনরায় আবার ডাটা প্যাক চালু করতে পারবেন। 

কোড দিয়ে বন্ধ করতে চাইলে *8444*8# এটা ডায়াল করে ১ নাম্বারে Review now ক্লিক করে অন করবেন।

চমৎকার মাই রবি অ্যাপটি ডাউনলোড করতে অনুগ্রহ করে নিচের লিংকে ভিজিট করুন- https://f8uqp.app.goo.gl/2M1YLsTcvPbgNz5r8

 


দেশসেরা ৪.৫জি রবি নেটওয়ার্কের সাথেই থাকুন এবং উপভোগ করুন দারুণ সব অফার। 

 


Previous Post
No Comment
Add Comment
comment url