অতিথি পাখি

অতিথি পাখি

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামু আলাইকুম, আশাকরি সকলে মহান রব্বুল আলামীনের রহমতে অনেক ভাল আছো আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ।

আজকে আমাদের বিষয়ঃ অতিথি পাখি

এখন শুরু করা যাক, 

প্রতিবছর শীতকালে বিভিন্ন দেশ থেকে ছুটে

আসে আমাদের দেশে অতিথি পাখি। এগুলো পরিযায়ী পাখি ওঅতিথি পাখি হিসাবে পরিচিত।  অতিথি পাখিরা শীতপ্রধান দেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আমাদের দেশে আসে।প্রধানত সাইবেরিয়া, মঙ্গোলিয়া, তিব্বত, হিমালয়ের পাদদেশ সহ  ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক মাসের জন্য অতিথি পাখিরা আমাদের দেশে আসে । তীব্র শীত ও খাবারের জন্য আমাদের দেশে আশ্রয় খোঁজে। এসব পাখির মধ্যে অধিকাংশ জলচর। প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এদের অবদান অনেক।  এসব পাখি দেখতে বিভিন্ন দেশ থেকে আগমন ঘটে পর্যটকদের। ফলে অতিথি পাখি সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। কিন্তু আমাদের দেশে কিছু লোভী শিকারি আছে যারা অতিথি পাখিদের স্বীকার করতে চায়, যা অনৈতিক।  যে পাখিরা  আশ্রয়ের জন্য আমাদের দেশে আসে তাদের উপর লোভ আমাদের কিছু লোভী শিকারিরা।অতিথি পাখিদের আমাদের মনে করতে হবে তারা আমাদের  অতিথি, সাদরে তাদেরকে গ্রহণ করতে হবে। প্রাকৃতিক সৌন্দর্যওপরিবেশ রক্ষায়  জন্য পাখিদের সংরক্ষণ এ বিষয়ে সচেতন হতে হবে। দমন করতে হবে অতিথি পাখি শিকারিদের ।সরকারের উচিত যারা পাখি শিকার করে তাদের জন্য কঠিন   পদক্ষেপ নেয়া।

সর্বশেষে, একটাই কথা বলতে চাই যেটি হল অতিথি পাখি আমাদের দেশের জন্য শুধু অতিথি নয়, তারা  আমাদের দেশের জন্যও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কাজ করে থাকে।

  
বিঃ দ্রঃমনে রাখবেন পাখিদের যদি মারতে থাকি তাহলে পাখিরা একদিন আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে।  

পরিশেষে, পাঁচ ওয়াক্ত  নামাজ পড়ুন আল্লাহ তাআলার হুকুম পালন করুন সুন্দর জীবন গঠন করুন ।

ভিডিওঃ


Next Post Previous Post
1 Comments
  • বিদ্যান২৪ ডট কম
    বিদ্যান২৪ ডট কম October 7, 2021 at 5:52 AM

    দারুণ পোস্ট বড় ভাই

Add Comment
comment url